শফিকুর রহমান -রাজনীতিবিদ
ডা. শফিকুর রহমান হলেন বাংলাদেশী একজন রাজনীতিবিদ, চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর। তিনি ২০১৬
সালের
অক্টোবর থেকে
২০১৯
সালের
নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে
দায়িত্ব পালন
করেছেন। ২০১৯ সালের
১২
নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়ে
২০২২
সালের
অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন
করেন। একই বছরের ২৭ অক্টোবর তিনি
২০২৩-২০২৫ কার্যকালের জন্য
পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন
ডা. শফিকুর
রহমান
১৯৫৮
সালের
৩১
অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার
নাম
মো.
আবরু
মিয়া
ও মাতার নাম খাতিবুন নেছা।
চার
ভাই-বোনের মধ্যে তিনি
তৃতীয়। শফিকুর রহমান
১৯৭৪
সালে
স্থানীয় বরমচাল
উচ্চ
বিদ্যালয় থেকে
এসএসসি
পাশের
পর
১৯৭৬
সালে
সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ
করেন।
১৯৮৩
সালে
সিলেট
মেডিক্যাল কলেজ
থেকে
এমবিবিএস ডিগ্রি
অর্জন
করেন।
রাজনৈতিক জীবন
শফিকুর রহমান
ছাত্রাবস্থায় ১৯৭৩
সালে
জাসদ
ছাত্রলীগের মাধ্যমে তার
রাজনৈতিক জীবন
শুরু
করেন। পরে, ১৯৭৭
সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন।
সিলেট
মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি
প্রথমে
উক্ত
মেডিকেলের শিবিরের সভাপতি
ও পরবর্তিতে সিলেট শাখার সভাপতি
হন।
১৯৮৪
সালে
মূল
দল
জামায়াতে ইসলামীতে যোগদান
করে
তিনি
সিলেটের আমীর
হিসেবে
দায়িত্ব পালন
করেন।
২০১০
সালে
কেন্দ্রীয় সহকারী
সেক্রেটারী জেনারেল হিসেবে
কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর,
২০১১
সালের
১৯
সেপ্টেম্বর প্রথমে
ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল, পরবর্তীতে ২০১৬
সালে
সেক্রেটারী জেনারেল হিসেবে
দায়িত্ব নেন। তিনি ২০১৯
সালের
১২
নভেম্বর আমির
নির্বাচিত হয়ে
অদ্যাবধি দায়িত্ব পালন
করছেন।
ব্যক্তিগত জীবন
শফিকুর রহমান
৫ই
জানুয়ারি ১৯৮৫
সালে
ডাঃ আমেনা বেগমের সাথে বিবাহ
বন্ধনে
আবদ্ধ
হন।
আমেনা
বেগম
অষ্টম
জাতীয়
সংসদের
সংরক্ষিত আসনের
সংসদ
সদস্য
হিসেবে
দায়িত্ব পালন
করেন।
এই
দম্পতির দুই
মেয়ে
এবং
এক
ছেলে
রয়েছে।
উল্লেখযোগ্য কর্ম
তিনি রাজনৈতিক সেবা
সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের
সেবা
মূলক
প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও আর্থিক সহায়তা করে
আসছেন।
এর
মধ্যে
উল্লেখযোগ্য হলো
তার
নিজ
জেলায়
প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।
No comments:
Post a Comment